সোমবার, সেপ্টেম্বর ০৬, ২০১০

যদি কিছু চাও
তবে দেয়ার কিছু নেই

যদি কিছু না চাও
তাহলে দেয়ার আছে অনেক

একটা সবুজ ভূমি জুড়ে ছড়ানো শশ্য ক্ষেত
অথবা আকাশের রঙ গায় মাখা একটা চপলা নদী

যদি কিছু দাও
তবে নেবোনা কিছুই

যদি না দাও
তবে নিতে চাই অনেকের চেয়েও বেশী

আমাজনের মতো বিশাল কোনো বন একটা হৃদয়ে
যেখানে আবাস আমার সকল স্বপ্নের আর আগামীর

যদি কিছু পাও
তবে আরো খুঁজে যাও

যদি না পাও
কি লাভ খুঁজে... ঢের রয়ে যাক বাকী

খুঁজবে না তুমি কাউরে কোথাও কোনোদিন বুঝি আর
তবু পৃথিবী খুঁজবে তোমাকে, তুমি নাই, নাই তুমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন